সিলেট বিভাগীয় অটো রাইছ মিল মালিক সমিতির আত্মপ্রকাশ হয়েছে। গত সোমবার নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে বিভাগের চার জেলার মালিকদের সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
নবগঠিত এ কমিটির সভাপতি এস এন অটো রাইছ মিলের স্বত্ত্বাধিকারী বাবু শংকর পাল, সাধারণ সম্পাদক শাহপরাণ অটো ডায়ার রাইছ মিলের স্বত্ত্বাধিকারী সাব্বির আহমদ ও সাংগঠনিক সম্পাদক হক অটো ডায়ার রাইছ মিলের স্বত্ত্বাধিকারী মো. জিয়াউল হক মনোনীত হয়েছেন।
এছাড়া কার্যকরি কমিটির সহ সভাপতি কেবিএম এন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক শাব্বির আহমদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক রোজিনা অটো রাইছ মিলের মহানুর রশীদ, অর্থ সম্পাদক মেসার্স হাজি আব্দুল মতলিব অটো রাইছ মিলের আসাদুজ্জামান রনি, দপ্তর সম্পাদক রাইয়ান এন্ড ফাইজা ডায়ার অটো রাইছ মিলের জাহাঙ্গীর আলম, সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক মেসার্স মানহা অটো রাইছ মিলের মোশারফ হোসেন চৌধুরী।
বিভাগীয় এ কমিটির সদস্যরা হলেন, এস এন অটো রাইছ মিলের শিমুল পাল, সাদিয়া অটো রাইছ মিলের আলমগীর তালুকদার, হাজী তসক অটো রাইছ মিলের মো. আমিনুর রহমান, সততা অটো রাইছ মিলের মো. আব্দুল ওয়াহিদ, রাইয়ান এন্ড ফাইজা অটো রাইছ মিলের রুকনুজ্জামান, মেঘনা অটো রাইছ মিলের মো. শফিকুল ইসলাম, মেসার্স রহিমা অটো সুপার রাইছ মিলের মো. আব্দুল আজিজ নানু মিয়া, খালেদ অটো রাইছ মিলের খালেদ আহমদ ও রুশনি অটো রাইছ মিলের মৃণাল সিংহ, ফাইম অটো রাইছ মিলের মো. মকসুদ আলী, মেসার্স সুরমা অটো রাইছ মিলের মো. মিজানুর রহমান, মেসার্স জননী অটো রাইছ মিলের এন এম ফজলে রাব্বি রাসেল, মেসার্স ছামির অটো রাইছ মিলের মো. ছামির আলী ও মেসার্স ফয়সল অটো রাইছ মিলের মো. রাসেল আহমদ।
এদিকে, নবগঠিত এ কমিটির নেতৃবৃন্দ অটো রাইছ মিল ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন রচনা ও যুগের সাথে তাল মিলেয়ে ব্যবসা পরিচালনা করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন। বিজ্ঞপ্তি