নবীগঞ্জে একজন খুন ॥ ঘাতক সহ গ্রেফতার ৩

37

Pic chanu 3তোফাজ্জল হোসেন, নবীগঞ্জ থেকে  :
নবীগঞ্জ উপজেলার উত্তর গজনাইপুর গ্রামে(বিজনা নদীর পাড়) ৩ সন্তানের জনক ছানু মিয়া (৩৫) নামের এক ব্যক্তি গতকাল শনিবার দুপুরে বিজনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ফিকলের আঘাতে ঘটনাস্থলেই খুন হয়েছেন। নিহত ছানু মিয়া ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ সময় ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে চুনু মিয়া (৩০) নামক অপর ভাই গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। এদিকে ঘটনার পর পর হত্যাকারীরা পালিয়ে যাওয়ার সময় ঘাতকসহ তার পিতা-মাতাকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে নিহত ছানু মিয়ার সাথে প্রতিবেশী আব্দুর রশিক এর ছেলে আব্দুল আহাদ(১৮) গংদের বিজনা নদীতে একটি কচুরীপেনার দলে মাছ ধরাকে নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গতকাল দুপুরে ঐ বিরোধপূর্ণ জায়গাতে আব্দুল আহাদ মাছ ধরতে যায়। খবর পেয়ে নিহত ছানু মিয়া ঘটনাস্থলে এসে আহাদকে মাছ ধরতে নিষেধ করে। এ নিয়ে বাধানুবাদের এক পর্যায়ে আব্দুল আহাদ উত্তেজিত হয়ে ফিকল দিয়ে বুকের বাম দিকে ঘা মারলে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ছানু মিয়া। ঘটনার পর পরই ঘাতক আব্দুল আহাদ ও তার লোকেরা পালিয়ে যাবার সময় আহাদসহ তার পিতা আব্দুর রশিক (৬০) মাতা মল্লিকচান বিবি (৫০) কে জনতা আটক করে পুলিশে সংবাদ দিলে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের আইসি, আরিফ উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে আসামীদের হত্যাকান্ডে ব্যবহৃত ফিকলসহ গ্রেফতার করে এবং নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। খবর পেয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী ও নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ লিয়াকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।