ওসমানী বিমানবন্দরে টাওয়ার হ্যামলেটসের স্পীকার সংবর্ধিত

30

DSC_0237ওসমানী বিমান বন্দরে লন্ডন সিটির টাওয়ার হ্যামলেটসের স্পীকার আব্দুল মুকিত চুন্নু এম.বি.ই কে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেট পৌছলে তাকে এ উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনার জবাবে আব্দুল মুকিত চুন্নু এম.বি.ই বলেন, বৃটেনে অবস্থান করলেও এদেশের মাটি ও মানুষের প্রতি আমার আলাদা অনুভূতি রয়েছে। যে কোন পরিবেশে এদেশের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি। আমি মনে করি বাংলাদেশের প্রতিটি মানুষ আমার আত্মার আত্মীয়, পরম বন্ধু। তিনি বলেন বাংলাদেশের বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে অতীতে যেমন কাজ করেছি, ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে চাই। এদেশের মানুষের ভালোবাসাই আমার মূল প্রেরণা।
ওসমানী বিমান বন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুব্রত পুরকায়স্থ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল মালিক চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হোসেন, লন্ডন সিটি আওয়ামীলীগের সহ-সভাপতি মইনুল হোসেন, অন্যতম নেতা হাজী মখলিছ মিয়া, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী ছানু মিয়া, মিসেস আবুল হোসেন, রোটারিয়ান মাওলানা মোহাম্মদ আলী, স্বেচ্ছাসেবক জমিয়তের মহানগর আহ্বায়ক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, ছাত্রনেতা মামুনুর রশিদ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল করিম দিলদার সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লন্ডন সিটির টাওয়ার হ্যামলেটসের স্পীকার আব্দুল মুকিত চুন্নু এম.বি.ই সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার মন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থপ্রতিমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। বিজ্ঞপ্তি