জাতীয় জনতা পার্টি : জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম খানের নেতৃত্বে ১ সেপ্টেম্বর বাদ যোহর সিলেট হযরত শাহ জালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে ওসমানীর মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মাজার মসজিদে মিলাদ মাহফিল ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় জনতা পার্টির সভাপতি এডভোকেট আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আব্দুল মুহিত, জাতীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনুল ইসলাম খান, সিলেট জেলা সহ-সভাপতি কাজী আব্দুল মুনিম, ডা. মির্জা মোহাম্মদ রাজা মিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক আকলিছ আহমদ চৌধুরী, মহানগর কমিটির সভাপতি সাবের সফকত জাহান চৌধুরী সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলী, ডা. ওয়াহিদ চৌধুরী, ফারুক আহমদ চৌধুরী, জাহিদ নুর প্রমুখ। এ দিকে জাতীয় জনতা পাটির্র প্রতিষ্ঠাতা মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মসূচী পালন করেছে। ১ সেপ্টেম্বর ভোরে দলের জাতীয় কার্যালয় জনতা ভবনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বিকেল ৩টায় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হিরুর সভাপতিত্বে দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ভুইয়ার পরিচালনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ওসমানী যাদুঘর : মহান মুক্তিযুদ্ধা প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর রবিবার বিকেল সাড়ে ৪টায় সিলেট ওসমানী যাদুঘর প্রাঙ্গনে এ আলোচনা ও দোয়া মাহফিল হয়।
সিলেট জেলা স্থানীয় সরকার বিভাগের পরিচালক মীর মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসামনীর সুদক্ষ নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সফল মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। বর্তমান প্রজন্মকে এমএজি ওসমানীর সম্পর্কে জানাতে হবে, তাদেরকে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস পড়াতে হবে।
বিশিষ্ট যুব সংগঠক ও সমাজসেবী এহছানুল হক তাহেরের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওসমানী যাদুঘরের সহকারী কীপার মো. জিয়ারত হোসেন খান, প্রধান আলোচনা হিসাবে বক্তব্য রাখেন সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানী স্মৃতি ট্রাষ্টের সভাপতি সিলেট জজ কোর্টের স্পেশাল পিপি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, সিলেট ষ্টেশন ক্লাবের সভাপতি ও সাবেক জেলা বারের সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. রফিকুল হক, রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক্ষ মো. খালেক উদ্দিন, সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুর রহমান, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ আহমদ বহলুল, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিরাজুল হক, সিলেট মহানগর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আজহার উদ্দিন জাহাঙ্গীর।
জাতীয় যুব উন্নয়ন পরিষদ : সিলেট জেলা বারের এডিশনাল পিপি ও মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম বলেছেন, বাংলার গর্ব ও অহংকার, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বঙ্গবীর জেনারেল ওসমানীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত।
১ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে এবং বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সার্বিক সহযোগিতায় ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলরুমে উদযাপন পরিষদের আহ্বায়ক জাতিসংঘের সাবেক কর্মকর্তা আলহাজ্ব ডা. এম. এ. রকিবের সভাপতিত্বে ও সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট সুদীপ বৈদ্যের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সদস্য সচিব মনোরঞ্জন তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের এর সহ-সভাপতি এম. এ. হান্নান, সিলেট জেলা পরিষদের সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম ইছন মিয়া, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্রের সভাপতি আলহাজ্ব মনির আহমদ, বিএমবিএফ এর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক রোটারিয়ান আসাদুজ্জামান, সিলেট জেলা সভাপতি রোটা: আশরাফুর রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সিলেট মহানগরের সভাপতি আবু ছালেহ মো. এহিয়া, পরিষদের সহ-সভাপতি হাকিম সাদুল্লাহ বাচ্চু, মো. বেলাল উদ্দিন, সুরঞ্জিত বর্মন, সদর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুস সালাম চৌধুরী, পরিষদের যুগ্ম সম্পাদক এডভোকেট মো. সাজ্জাদুর রহমান, জাবেদ আহমদ, শফিকুর রহমান শফিক, আশিকুর রহমান রাব্বানী, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন চৌধুরী মানিক, অধ্যাপক ফজলে রাব্বি, ইউসুফ সেলু, শিরীন চৌধুরী, মামুন চৌধুরী, কন্ঠশিল্পী তুহিন আহমদ, হেনা বেগম, সাহেদা বেগম, জুনেদ আহমদ, ডেনমার্ক প্রবাসী কমিউনিটি নেতা সরফ উদ্দিন চৌধুরী প্রমুখ।
দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদ : মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গণি (এম.এ.জি) ওসমানীর ১০১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে রবিবার (১ সেপ্টেম্বর) বাদ যোহর মরহুমের মাজার জিয়ারত ও বিকাল ৪টায় বর্ণাঢ্য জীবন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল আহমদ তালুকদার।
দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা ডা. সৈয়দ শাহ নুর এর সভাপতিত্বে ও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শাহিন তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুব সংগঠক আবুল কালাম আজাদ, মো. নুর মিয়া, আব্দুস সালাম, জাহাঙ্গীর খান, সাংবাদিক শাহেদ আহমদ শান্ত, রাজন আহমদ, লাহিন তালুকদার, নাঈম রেজা তুহিন, সৈয়দ মাহির, ইমরান আহমদ প্রমুখ।
সিলেট বিভাগ গণদাবী ফোরাম : সিলেট বিভাগ গণদাবী ফোরামের উদ্যোগে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মরহুম জেনারেল এম এ জি ওসমানীর ১০১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবীর ওসমানীর প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দিবসটি পালন উপলক্ষে ফোরামের পক্ষ থেকে সকালে হযরত শাহজালাল (রহ.) এর মাজারস্থ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে অংশ নেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, ওসমানী যাদুঘরের সহকারী কিপার জিয়ারত হোসেন, গণদাবী ফোরামের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সেক্টরস কমান্ডার ফোরাম সিলেট বিভাগীয় সভাপতি সরোয়ার আহমদ চৌধুরী আবদাল এডভোকেট, ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ আহমদ বহলুল, মমিনুর রহমান টিটো এডভোকেট, এন আই চৌধুরী মাসুম এডভোকেট, সমাজসেবী আব্দুল মালিক পুকন, গণদাবী ফোরাম কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, কয়েছ আহমদ সাগর, আমীন তাহমীদ, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠক ধ্রুব গৌতম, মুক্তিযোদ্ধা সামছুল ইসলাম, ফারুক মিয়া, জুবের আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি