সুশাসন প্রতিষ্ঠায় যুব নারীদের ভূমিকা শীর্ষক প্রকল্প পরিদর্শন করলেন মার্কিন সরকারের প্রতিনিধি দল

67

সুশাসন প্রতিষ্ঠায় যুব নারীদের ভূমিকা শীর্ষক প্রকল্প পরিদর্শন করলেন মার্কিন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। গত ২৬ নভেম্বর ইএইচডিএস-এর ব্যবস্থাপনায় এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত এ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।
এ উপলক্ষে ইএইচডিএস কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ইউএস স্ট্রেট ডিপার্টমেন্ট ওয়াশিংটন ডিসি থেকে আগত বিশিষ্ট বাজেট এনালিষ্ট স্টিফেন ভিরিসিয়া, এশিয়া ফাউন্ডেশনের ডেপুটি কান্টি রিপ্রেজেনটেটিভ সারা টেইলর, এশিয়া ফাউন্ডেশন ঢাকার সিনিয়র প্রোগ্রাম এডভাইজার নজরুল ইসলাম, বুকস ফর এশিয়া প্রোগ্রাম এর কো-অর্ডিনেটর শুকলা দে, ইএইচডিএস-এর চেয়ারম্যান মোসাম্মত বদরুননেসা প্রমুখ।
মতবিনিময় সভায় বিশিষ্ট বাজেট এনালিষ্ট স্টিফেন ভিরিসিয়া বলেন, নারীদের পশ্চাদে রেখে উন্নয়ন সম্ভব নয়। তাদেরকে সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে প্রশিক্ষিত নারী সমাজ দেশের উন্নয়নের রোল মডেল। তাই নারীদের প্রশিক্ষিত করে তুললে উন্নয়ন তরান্বিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, প্রশিক্ষণ প্রাপ্ত যুব নারী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে প্রতিনিধি দল যুব নারীদের হস্তশিল্প, স্পোকেন ইংলিশ সহ বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং তা গতিশীল করতে কর্মীদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি