কমলগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ॥ মণিপুরী সম্প্রদায়ের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

53

Pic---Kamalgonj Manobbondon---02কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মহিলা সহ মণিপুরী পরিবারের সদস্যদের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকাল ৩টায় উপজেলা চৌমুহনা চত্বরে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেছে মণিপুরী সম্প্রদায়ের লোকজন। বুধবার সকাল দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নেরতেঁতইগাঁও গ্রামের মণিপুরী সমাজের অন্যতম সমাজসেবী হরিবাবু শর্ম্মা ও পরিবারের মহিলা সদস্যদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন শেষে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মণিপুরী সম্প্রদায়ের লোকজন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আদমপুর ইউনিয়নের মাঝেরগঁও গ্রামের বিদ্যাধন সিংহ প্রায় অর্ধশত সন্ত্রাসী নিয়ে বাড়িতে গিয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে হরিবাবু শর্ম্মাকে গুরুতর আহত করে। বর্তমানে হরিবাবু শর্ম্মা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও সন্ত্রাসীরা হরিবাবু শর্ম্মার পরিবারের মহিলাদের উপরও হামলা চালিয়ে আহত করে। এ ঘটনায় হরি বাবু শর্ম্মার ভাই কৃষ্ণ কুমার সিংহ বাদি হয়ে রিয়াজ উদ্দিন, বিদ্যাধন সিংহ, সাবেক ইউপি সদস্য আশিক মিয়া সহ ৯ জনের নাম উল্লেখ করে শুক্রবার সকালে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
শুক্রবার বিকালে মানববন্ধন শেষে আদমপুরের মাদক বিরোধী সংগঠন মৈরা পাইবী উন্নয়ন মহিলা উন্নয়ন সমিতি, আদমপুর ইউনিয়নের শান্তিকামী জনগনের ব্যানারে প্রায় দু’শতাধিক মণিপুরী নারী পুরুষরা হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জোর দাবি জানানো হয়। এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মৈরা পাইবী উন্নয়ন মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী সৌদামনি শর্ম্মা, স্থানীয় ইউপি সদস্য সুশিল কুমার সিংহ, লেখক-গবেষক আহমদ সিরাজ, সাংবাদিক শাব্বির এলাহী প্রমুখ। মানববন্ধন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্মারকলিপি গ্রহণ করে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্ব্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আশ্বাস দিয়ে কমলগঞ্জ থানার ওসির সাথে কথা বলেন।