স্টাফ রিপোর্টার :
শহরতলী রায়েরগাঁওয়ে ৫ম শ্র্রেণীর ছাত্রী (১২) ধর্ষণের দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত ২ ধর্ষককে ২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক শারমিন খানম নিলা তাদের রিমান্ড শুনানী শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী দেবব্রত চৗধুরী লিটন।
রিমান্ডকৃতরা হচ্ছে, জালালাবাদ থানা এলাকার রায়েরগাঁয়ের নাসির উদ্দিনের পুত্র জসিম উদ্দিন (২২) ও একই এলাকার তজম্মুল আলীর পুত্র মো. এখলাছ মিয়া (২০)। এর আগে জালালাবাদ থানা পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের ২ দিনের মঞ্জুর করেন।
গত রবিবার ৪ অক্টোবর ভোরে জসিম উদ্দিনকে (২২) সুনামগঞ্জের আক্তাপাড়া এলাকা থেকে ও মো. এখলাছ মিয়াকে (২০) শহরতলীর কালাপাহাড় এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। আদালতে বাদি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, এডভোকেট রঞ্জন ঘোষ ও এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর রবিবার শহরতলীর রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৫ম শ্রেণীর এক ছাত্রী (১২) কে তুলে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’ করেন এলাকারই ২ যুবক। পরে স্কুল ছাত্রীর পিতা গত ১৩ সেপ্টেম্বর রাতে জালালাবাদ থানায় দু’জনকে আসামী করে মামলা নং-৮ দায়ের করেন। মামলার ১৯ দিন পর তাদের গ্রেফতার করে পুলিশ।