পিন্টু দেবনাথ, কমলগঞ্জ থেকে :
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে সবজি বাকি না দেয়াকে কেন্দ্র করে কাঁচামাল ব্যবসায়ীর উপর বহিরাগতদের হামলায় এক ব্যবসায়ী আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে কাঁচামাল ব্যবসায়ীরা প্রায় সোয়া ১ ঘণ্টা সকল দোকানপাট বন্ধ করে রাখে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও বাজার ব্যবসায়ী সমিতির নেতারা ঘটনাস্থলে এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ীরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় ভানুগাছ বাজারের কাঁচামাল ব্যবসায়ী সাকির মিয়া (২০) এর কাছ থেকে বালিগাঁও গ্রামের লোকমান মিয়া (২৫) বাকীতে সবজি নিতে চাইলে দোকানদার অপারগতা প্রকাশ করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাজার ইজারাদার মো. জলিল মিয়া মাগরিবের নামাজের পর বিষয়টি দেখে দিবেন বলে আশ্বাস দেন। ব্যবসায়ী সাকির মিয়া অভিযোগ করে বলেন, জলিল মিয়া নামাজে চলে গেলে ক্রেতা লোকমান মিয়া তার সহযোগি বদরুল, রাজিব, মনাই, বাছিত গংদের মোবাইল ফোনে ডেকে তার (ব্যবসায়ী সাকির মিয়া) উপর অতর্কিতে হামলা চালিয়ে নগদ প্রায় ৯হাজার টাকা সহ ক্যাশ বাক্স, স্বর্ণের চেইন ও মোবাইল ফোন লুট করে। এ সময় বাজার ইজারাদারের ছেলে শরীফ উদ্দিন ও জাতীয় পার্টির নেতা আনিছুর রহমান সুমন দৌড়ে ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে ভানুগাছ বাজারের সকল কাঁচামাল ব্যবসায়ীরা সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত বৈদ্যুতিক বাতি নিভিয়ে রাস্তা ব্যরিকেড দিয়ে দোকানপাট বন্ধ করে বিক্ষোভ করে। এ ঘটনার খবর পেয়ে ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক সৈয়দ মখলিছুর রহমান ও কমলগঞ্জ থানার এসআই জাহিদুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বিক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান, রাতের মধ্যে সুষ্ঠু বিচার না করলে গতকাল শুক্রবার থেকে কাঁচা বাজারের সব দোকানপাট বন্ধ করে আন্দোলনের কর্মসূচী ঘোষণা করবে।
কমলগঞ্জ থানার এসআই জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ব্যবসায়ীরা থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।