ছাতকে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

61

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, সাংবাদিক সৈয়দ হারুন-অর রশীদ, প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, মারফত আলী, বাবুলাল শর্ম্মা, শেলী রানী দে, শিক্ষক রেজ্জাদ আহমদ, পংকজ দত্ত, পিংকু দাস, শিক্ষিকা, মিতালী ভট্টাচার্য, ডলি রানী দাস, শংকরী দে, রিপা দাস, মনিষা দাস প্রমুখ।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা চত্ত্বরে আয়োজন করা হয় শিক্ষা মেলা। মেলায় এলাকা ভিত্তিক প্রাথমিক বিদ্যালয় নিয়ে বাগবাড়ি, নোয়ারাই, গোবিন্দগঞ্জ, চেচান, জাউয়া, মঈনপুর ও বরাটুকা ক্লাস্টার নামে পৃথক স্টল বসানো হয়। এ ছাড়া রিচিং আউট অবস্কুল সিলড্রেন (রস্ক) নামেও আরো একটি স্টল বসানো হয়। প্রতিটি স্টল শিক্ষা উপকরণসহ হাতে তৈরী বিভিন্ন শিক্ষামূলক উপকরণ জাতীয় শহীদ মিনার, স্মৃতিসৌধ, নৌকা, কীন ব্রিজসহ কারুকাজ সম্বলিত বিভিন্ন উপকরণ দিয়ে স্টল সাজানো হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ অতিথিবৃন্দ দুপুরে স্টল পরিদর্শন করেন।