জালাল আহমেদ জয়
নদীর পারে একেলা ঘাটে
থাকি যে বসিয়া,
বিলের পারে মাছ ধরিতে
আসে কতো রাখালিয়া
আজ সুরমার জল; করে টলমল
সারা নদী গেছে যে ভরিয়া
কত মাঝি নৌকা চালায়
বাউলা গান গাহিয়া।
নদীর জলে চাহিয়া
এই মনেরে বুঝাই,
জ্যোৎস্না রাতে নদীর জলে
আলো যে খুঁজাই।
সময়ের সাথে যেনো
নদীর স্রোত চলা,
নদীর কাছে হয় যেনো
মনের কথা বলা।