দরগাহ মাদরাসার দস্তারবন্দী মহাসম্মেলনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে —————– জেলা প্রশাসক

45

Dostar bondy sommalon Pic-24.11.14-1জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.) এর আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর ৪০ সালা দস্তারবন্দী মহাসেম্মেলন সফল করার লক্ষ্যে গতকাল সোমবার সকাল ১০টায় বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম এর সাথে তার অফিস কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.জেড.এম নূরুল হক, সম্মেলন বাস্তবায়ন কমিটির পৃষ্ঠপোষক, মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মুহিবুল হক গাছবাড়ী, বাস্তবায়ন কমিটির আহবায়ক ও মাদরাসার মুহতামিম মুফতী আবুল কালাম জাকারিয়া, সদস্য সচিব ও সহকারী মুহতামিম হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, সহকারী শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতী আবুল খায়ের বিতমগলী, বাস্তবায়ন কমিটির মহানগর শাখার প্রচার সম্পাদক মুফতী রশীদ আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় দস্তারবন্দী মহাসেম্মেলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ সম্মেলন সফল করার জন্য জেলা প্রশাসকের সার্বিক সাহায্য ও সহযোগিতা কামনা করেন। জবাব জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেন, দস্তারবন্দী মহাসম্মেলন সফল করতে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে। তিনি আরো বলেন, ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকলকে সম্মেলন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পালনের ব্যাপারে সব ধরনের নির্দেশ প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তি