স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুরমা মোগলাবাজার এলাকার তিরাশি গ্রামে দিনেদুপরে ডাকাতির অভিযোগ করেছেন ফার্ণিচার ব্যবসায়ী দেলওয়ার মিয়া। তবে পুলিশ বলছে, এটা ডাকাতি নয়, বরঞ্চ একই গ্রামের দুলাল ও দেলাওয়ার পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জন আহত হয়ে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
দেলওয়ার মিয়া জানান, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকে ৮/১০ জন ডাকাত ঘরে থাকা ৩ জন মহিলার হাত-পা বেঁধে ফেলে। তাদেরকে বাধা দিলে আফসা বেগম (৪৭) ও জেএসসি পরীক্ষার্থী সুমাইয়া (১৫)কে ছুরিকাঘাতে করে আহত করে ডাকাতরা। পরে তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি আরো জানান, ডাকাতরা নগদ ৩ লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও ৩টি মোবাইল সেটসহ অন্যান্য জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ওই গ্রামের দুলাল মিয়া ও দেলওয়ার মিয়ার পক্ষের লোকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।