সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের আম্বারখানা পয়েন্টে থেকে পলাশ হোটের সামন পর্যন্ত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বাদ জুম্মা আম্বরখানা পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন- আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি কুতুবুর রহমান চৌধুরী। সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সহ-সাধারণ সম্পাদক আলী আকবর, আলা উদ্দিন মুক্তার আলী, জুনেদ আহমদ চৌধুরী, সুহেল আহমদ, আলী সিরাজ, খায়রুল কামরান, ডা. ফারুক আহমদ চৌধুরী, মেঈন উদ্দিন জায়গীদার, আব্দুল মন্নান পুতুল, বজলুর রহমান, দেওয়ান রুমান চৌধুরী, আব্দুল আহাদ সুমন, বদরুজ্জামান, আজিজুর রহমান, মো. আলা উদ্দিন, শুয়েবুল কিবরিয়া, কয়েছ আহমদ, জাহেদ আহমদ তালুকদার, শাহিদ আহমদ, মাসুম আহমদ, শাহান আহমদ চৌধুরী, নান্টু চন্দ্র, ফয়জুল খান সুমন, রাজু চৌধুরী, জামিল খান, গুলজার আহমদ, ইয়াহিয়া আহমদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত অনেক দিন যাতৎ আম্বরখানা পয়েন্ট থেকে শুরু করে পলাশ হোটেলের সামন পর্যন্ত খানা-খন্দকের সৃষ্টি হয়েছে। এ কারণে বৃষ্টি হলে কাদা, আর রোদ হলে ধূলাবালির সৃষ্টি হয়। আর এতে মসজিদের মুসল্লি, ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারীসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সংস্কার কাজ শুরু না হলে কঠোর আন্দোলনের দেয়া হবে বলে বক্তারা জানিয়েছেন। বিজ্ঞপ্তি