কানাইঘাটে পল্লীবিদ্যুতের লাইনম্যান কর্তৃক গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ

26

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিস-২ এর গাছবাড়ী এরিয়া অফিসের ইনচার্জ লাইনম্যান আশরাফুল ইসলামের বিরুদ্ধে নতুন মিটার সংযোগ দেওয়ার নামে এক বিদ্যুৎ গ্রাহকের ১০ হাজার টাকা আত্মসাতে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আগফৌদ নারাইনপুর গ্রামের আজির উদ্দিনের পুত্র আনোয়ার হোসেনকে একটি নতুন মিটার সংযোগের দেয়ার জন্য লাইনম্যান আশরাফুল ইসলাম প্রায় বছর খানেক পূর্বে ১০ হাজার টাকা নেন। এরপর আশরাফুল ইসলাম আনোয়ার হোসেনের নতুন মিটার সংযোগ দেননি। এমনকি পাওনা টাকা ফেরত চেয়েও পাননি অদ্যাবধি পর্যন্ত আনোয়ার হোসেন। এর প্রতিকার চেয়ে লাইনম্যান আশরাফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও টাকা উদ্ধারের অভিযোগ এনে বিদ্যুৎ গ্রাহক আনোয়ার হোসেন বাদী হয়ে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার বরাবরে গত রবিবার সমূহ অভিযোগ এনে দরখাস্ত দাখিল করেছেন। উল্লেখ্য যে, কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ গ্রাহকদের নানা ভাবে হয়রানি ও নতুন বিদ্যুৎ সংযোগ মিটার দেওয়ার নামে দালালচক্রের মাধ্যমে অফিসের কতিপয় কর্মকর্তা ও লাইনম্যানরা এ ধরণের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।