৩টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

255
নগরীর পাঠানটুলা রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় দুটি রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ছালিক রুমাইয়া। ছবি- রেজা রুবেল

স্টাফ রিপোর্টার :
খাদ্যে ভেজাল, অপরিচ্ছন্নতার ও নষ্ট পণ্য সংরক্ষণের অভিযোগে নগরীর শেখঘাট ও পাঠানটুলা এলাকায় দুটি রেস্টুরেন্টসহ ৩টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে পাঠানটুলায় ২টি রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ছালিক রুমাইয়া।
জানা গেছে- একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার নগরীর ৮ নং ওয়ার্ডে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ছালিক রুমাইয়া। এ সময় রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী দুটি রেস্টুরেন্টে খাদ্যে ভেজাল ও অপরিচ্ছন্নতা দেখতে পান। পরে খাদ্য পরিদর্শক বেনু ভূষণ দাশকে সাথে নিয়ে তিনি দুটি রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় রিমা রেস্টুরেন্টে ১৫ হাজার টাকা ও মদিনা রেস্টুরেন্টে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে এএসআই রহিমসহ বিপুলসংখ্যক পুলিশসদস্য উপস্থিত ছিলেন।
এদিকে, গতকাল সোমবার সন্ধ্যা ৫টায় নগরীর শেখঘাট জিতুমিয়া পয়েন্ট এলাকায় অভিযান চালিয়েছে নিউ সিতারা কনফেকশনারী নামের এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা ও মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ওই দোকানে মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ বিহীন/ঠিকানা বিহীন এবং নষ্ট পণ্য সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্ধু সরকারসহ পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।