বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে দেশে খেলাধূলার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। কারণ খেলাধূলার মাধ্যমে যেমন ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয় তেমনি অপরাধমুক্ত সমাজ গঠনেও খেলাধূলার কোন বিকল্প নেই। গত রবিবার বিকেলে বিশ্বনাথের কাশিমপুর গ্রামের মাঠে ‘প্রথম নুনু মিয়া ফুটবল টুর্ণামেন্ট’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। এর আগে সাথী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিশ্বনাথের বিএফসি স্পোর্টিং ক্লাববেক ১-০ গোলে হারিয়ে পশ্চিম চান্দশিরকাপনের মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
সাথী স্পোর্টিং ক্লাবের আহবায়ক শাহীন আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মিছবাহ খান ও ধারাভাষ্যকার জুয়েল আহমদ নূরের যৌথ উপস্থাপনায় পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন সেলিম, টুর্ণামেন্টের প্রবর্তক ও সিলেট জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, বিশ্বনাথ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিক হাসান মেম্বার, দৌলতপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, উপজেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান সেবুল ও জিয়াউর রহমান জিয়া।
সভায় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজ সেবা সম্পাদক আবদুল মতিন, জেল জাতীয় পার্টির নেতা এম এ রব, জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, জাহেদ সিরাজ, আবু বক্কর ফয়ছল, ড. একে আবদুল মোমেনের ব্যক্তিগত সহকারী আবুল হেসেন, যুবলীগ নেতা আবদুল হক, নূরশেদ আহমদ, আবুল কালাম আজাদ, মনোহর হোসেন মুন্না, ইউসুফ আলী, এডভোকেট সায়েদ আহমদ, লিটন মিয়া, রুহেল উদ্দিন, কামরুল ইসলাম, আবদুল করিম, মাহমুদুল করিম মঞ্জুর, ফজলুর রহমান শিপন, আবদাল মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, রফিক আলী, উপজেল ছাত্রলীগের সহ সভাপতি শিপন আলী, সেলিম আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা রকি দেব, সাফায়েত খান, সংগঠক রাহাত তাফাদার, ছাত্রলীগ নেতা শামীম আহমদ, মিয়াদ আহমদ, আশরাফ আহমদ, সাইদ মিয়া, সাহান শহ, সুজেল মিয়া।