মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ইলাশপুর এলাকা থেকে ১১ লিটার চোলাই মদসহ মো. শরিফ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত সোমবার (১০ নভেম্বের) রাত ১০টার দিকে উপজেলার টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত শরিফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ খারপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খারপাড়া গ্রামের মো. শরিফ দীর্ঘদিন ধরে চোলাই মদের ব্যবসা করে আসছেন। ওই দিন রাতে সে মদ সরবরাহ করতে টেংরা ইউপির ইলাশপুর এলাকায় যায়। তাকে আটক করতে গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানা পুলিশ অভিযান চালায়। এ সময় ১১ লিটার চোলাই মদসহ শরিফকে আটক করা হয়।
রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক মো. রাজীব হোসেন জানান, শরিফের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালের দিকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।