বিশ্বনাথ উপজেলার তাহির আলী উচ্চবিদ্যালয়ে রামপুর ২৩তম মরহুম ওয়াজিদ আলী স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত ৬ ও ৭ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে সিলেটের ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, এখনো শিক্ষা ক্ষেত্রে মফস্বল ও গ্রামাঞ্চল বিভিন্ন কারণে পিছিয়ে রয়েছে। গ্রাম ও শহরের শিক্ষার বৈষম্য দূর করতে এবং শিক্ষার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার এম আহমদ আলী, তাহির আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ আলী, প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, সহকারি প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারি শিক্ষক আজম আলী, অজিত চন্দ্র শীল, আব্দুল কুদ্দুছ, রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব হাসনু, গোমরাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াইছ মিয়া, রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, বড়খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, ফরহাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিভা রাণী দাস, হাজী হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রাণী রায়, অলংকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা চৌধুরী, রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলীম উদ্দীন, তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাহানা বেগম, জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিত্রা কর, টুকেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রিপন চন্দ্র দাস ও সোহেল রানা, টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জ্যোতি রাণী ভৌমিক, ৩নং অলংকারি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিক মিয়া, এডভোকেট চান মিয়া প্রমুখ। হল পরিদর্শকের দায়িত্ব পালন করেন লোকমান মিয়া, আলী হোসেন, ইমরান আহমদ (১), মানিক মিয়া, রুমেল আহমদ, ইমরান আহমদ (২) রিপন মিয়া, শাহাবউদ্দীন জামাল, সালাউদ্দীন, সাইফুল আলম, মাসুদ আলম, নাজমুল ইসলাম, লায়েক আহমদ, রুবেনা বেগম, মামুন আহমদ, মতিউর রহমান, রাবিয়া বেগম রুবি, ইমা বেগম। পরীক্ষার সার্বিক দায়িত্ব পালন করেন বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক ও সিরাজ উদ্দীন আহমদ একাডেমির সহকারি প্রধান শিক্ষক মকব্বির আলী, বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমদ, সহ সভাপতি আব্দুল হাই ও জলিল আহমদ লিটন। আগামী ৫ ডিসেম্বর এ বৃত্তির ফলাফল পরীক্ষা কেন্দ্রে ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি