১৬ বছরে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভয়ানক পরিস্থিতি অতিক্রম করে এসেছে -ডাক্তার ফরহাদ হালিম ডোনার

4

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার বলেছেন, গেল ১৬ বছরে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভয়ানক খারাপ পরিস্থিতি অতিক্রম করে এসেছে। স্বাস্থ্যের সবগুলো খাত তারা দলীয়করণ করে লুটপাঠ করেছে। কেউ কোন প্রতিবাদ করেনি। পাশের দেশে চিকিৎসার জন্য আমাদের রোগীরা চলে যেত। তারা প্রতি বছর বাংলাদেশি রোগীদের নিকট থেকে ১০ মিলিয়ন ডলার আয় করতো। এতেই বুঝা যায়, স্বাস্থ্যের অবস্থা কতটা খারাপ ছিল। তিনি বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি অভিজাত কনভেনশন হলে সিলেটে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর বিভাগীয় সাংগঠনিক সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বিশেষ করে দেশে ক্যান্সারের চিকিৎসার জন্য কোন উন্নতমানের যন্ত্রপাতি নিয়ে আসা হয়নি। যাতে করে ক্যান্সারের রোগীরা ভারতে গিয়ে চিকিৎসা নেন। এভাবেই সব কিছু ভারত নির্ভর করে তুলেছিল আওয়ামী লীগ সরকার। একইভাবে কিডনি ও লিভার ট্রান্সপ্লান্টোর কোন চিকিৎসা আমাদের দেশে নেই। সেগুলোও ভারতে গিয়ে করতে হত। এবার আশা করি সবকিছু সাধারণ মানুষের অনুকুলে চলে আসবে। ইতিমধ্যে ৫ আগস্টের পর ভারতের হাসপাতালগুলোতে হাহাকার দেখা দিয়েছে। কারণ আমাদের দেশের রোগীরা এখন আর বিদেশ নির্ভর হচ্ছেনা। এটি আমাদের জন্য ভালো সংবাদ। দেশে এখন চিকিৎসার পরিবেশ সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, জেলায় জেলায় সম্মেলন করার উদ্দেশ্য ড্যাবকে সংগঠিত করা। এতদিন আমরা এভাবে একত্রিত হতে পারিনি। কারণ স্বৈরাচারী সরকার দেশে একটি কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছিল। আজ স্বৈরাচারীর সেই মনোভাব না থাকায় দেশের মানুষ মনখুলে কথা বলতে পারছে।
ড্যাব সিলে বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ জাহিদুল ইসলাম ও জেলা ড্যাব এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ সাকিব আব্দুল্লাহ চৌধুরীর যৌথ পরিচালনায় আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ড্যাব সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির আহŸায়ক ডাঃ মোঃ শামিমুর রহমান।
বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য সচিব ডা. নাজমুল ইসলামের স্বাগত বক্তব্যে শুরু হওয়া সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাব’র কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন ড্যাব’র কেন্দ্রীয় মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ড্যাব’র কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ডাঃ মোঃ আব্দুস সেলিম, কোষাধ্যক্ষ ডাঃ জহিরুল ইসলাম শাকিল ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মেহেদী হাসান। সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সম্মেলনে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব‘র কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনটি জাতীয়তাবাদী আদর্শের চিকিৎসকদের মিলনমেলায় পরিণত হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা। বিজ্ঞপ্তি