জয় বাংলা ব্রিগেডের সদস্য গ্রেফতার

3

স্টাফ রিপোর্টার

নগরীতে জয় বাংলা ব্রিগেডের সদস্য ও জেলা যুবলীগের সাবেক সদস্য বাবুল আহমদকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নগরী থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার বাবুল আহমদ শাহপরাণ (রহঃ) থানার দাসপাড়া আটগাঁও এলাকার রফিক মিয়ার ছেলে। গ্রেফতারকৃত বাবুল আহমদ কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ আরও ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।