দাসপাড়ায় সংঘর্ষের ঘটনায় আটক ৫

6

স্টাফ রিপোর্টার

শাহপরাণ এলাকার দাসপাড়ায় দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন- খাদিমপাড়ার দাসপাড়া ৪নং রোডের মো. আজাদ বিন হোসাইন (১৮) ও দুলাল আহমেদ (৪৩), চকগ্রামের আনোয়ার হোসেন (২৯), মোশতাক আহমেদ (৪৭) ও দৈতগ্রামের তাজুল ইসলাম (১৮)।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। আটককৃতদের ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারা অনুসারে আদালতে প্রেরণ করা হয়েছে। সাইফুল ইসলাম আরো বলেন, বুধবার বিকেল ও রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইফতারের আগ মুহুর্তে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে আরো তিন গ্রামের মানুষ সংঘর্ষে যুক্ত হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।