সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে ত্রাণের চাল বিতরণ

10

সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে ৩৮ নং ওয়ার্ডের আখালিয়া ঘাট এলাকায় ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার আখালিয়া ঘাট মরহুম ছমির উদ্দিন চেয়ারম্যানের বাড়ীতে আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর আওয়ামী লীগ নেতা এম উস্তার আলী ও যুবলীগ নেতা দুলাল মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. মিছবাহুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা বাবু সুদীপ দেব, আখালিয়া ঘাট জামে মসজিদের মোতাওয়াল্লী আবুল কালাম আজাদ, কৃষক লীগ মহানগরের সহÑসভাপতি কুতুব উদ্দিন, জালালাবাদ থানা আওয়ামী লীগ নেতা মনোহর আলী, আবু বক্কর পারভেজ, সিলেট জজ কোর্টের এপি. পি এডভোকেট ছয়ফুল হোসেন, জালালাবাদ থানা আওয়ামী লীগ নেতা জমসেদ আলী, কৃষক লীগ নেতা ইকবাল মাহমুদ, জালালাবাদ থানা আওয়ামী লীগ নেতা সন্তুষ দেব, নিপু দেব, বাবর প্রমুখ। Ñবিজ্ঞপ্তি