স্টাফ রিপোর্টার
সিলেটে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ২টি মোটরসাইকেল। গ্রেফতারকৃতরা হলেন-, গোলাপগঞ্জের কিছমত মাইজভাগ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সাদিকুর রহমান (১৯), একই গ্রামের জয়নাল আহমদের ছেলে জামিল আহমদ (১৯) ও কানাইঘাটের উত্তর বড়দেশ গ্রামের রইছ উদ্দিনের ছেলে নুরুজ্জামান খোকন (২০)। পুলিশ জানায়, এই ৩ জন মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তারা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানার সুলতানপুর আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এসময় চোরাইকৃত ২টি মোটরসাইকেলসহ ওই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন- অভিযানে উদ্ধার হওয়া মোটরসাইকেলের মধ্যে রয়েছে একটি বাজাজ পালসার (রেজিঃ সিলেট-ল-১১-৯০৯২) এবং একটি সুজুকি জিক্সার (রেজিঃ সিলেট মেট্রো-ল-১১-৫৫৬৮)। এ ব্যাপারে মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে ওই ৩ জনকে দায়েরকৃত মামলায় আদালতে সোপর্দ করেছে পুলিশ।