তাহিরপুর সংবাদদাতা
অপারেশন ডেভিল হান্টে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি কুদরত আলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কুদরত আলী উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। সোমবার রাত সাড়ে ৮টায় তাহিরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ২০২৪ সালের ১৬ই ডিসেম্বর রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের নামে দায়েরকৃত নাশকতার মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে কুদরতকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন জানিয়েছেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা কুদরত আলীকে গ্রেফতার করা হয়েছে।