কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর উদ্যোগে রমযান মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স-২০২৫ আগামী ২ রমজান থেকে শুরু হবে। এতে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হবে। মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্স সিলেট নগরীর ঘাসিটুলা মজুমদারপাড়ার বোর্ড কমপ্লেক্স-এ জামিয়া ইসলামিয়া দারুল কুরআনসহ বোর্ডের আওতাধীন অন্যান্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বোর্ডের প্রতিষ্ঠাতা মহা-পরিচালক শায়খুল ক্বোররা মাওলানা মোজাম্মিল হোসাইন চৌধুরী এবং চট্রগ্রামের ফাজিল-পটিয়া মাদ্রাসার সাত ক্বিরাতের ক্বারী হাফিজ মাওলানা আব্দুল ওয়ারিছসহ অভিজ্ঞ আলেমরা প্রশিক্ষণ প্রদান করবেন।