সয়াবিন তেল মজুদ রাখায় ব্যবসা-প্রতিষ্ঠান সীলগালা

2

হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে সয়াবিন তেল মজুদ রেখে সংকট সৃষ্টির অভিযোগে মেসার্স রাধাবিনোদ ট্রেডার্স সীলগালা করেছে প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সীলগালা করেন। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার অসিম রায়কে আটক করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান জানান, রমজান মাস উপলক্ষে বাজারের অসাধু ব্যবসায়ী সয়াবিন তেল বিক্রি না করে সংকট সৃষ্টি করে আসছিল। বিষয়টি জানতে পেরে তিনি চৌধুরী বাজারে কয়েকটি দোকানে অভিযান চালান। এ সময় রাধাবিনোদ ট্রেডার্সে ৪ হাজার ৫শ ২৮ লিটার তেল মজুদ পাওয়া গেলে প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়। তখন সরকারী মূল্যে সাধারন ক্রেতাদের মধ্যে কয়েক লিটার বিক্রি করেছেন বলে জানান ওই ম্যাজিস্ট্রেট।