স্টাফ রিপোর্টার
সিলেটের সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই নাজুক। বিশেষ করে রেল যোগাযোগের ক্ষেত্রে এ অবস্থা যেন আরও মারাত্মক। ট্রেন যাত্রা তুলনামূলক নিরাপদ ও আরামদায়ক হলে সিলেটের জন্য ট্রেন যাত্রার ক্ষেত্রে এ বাক্যগুলি একেবারেই বেমানান। শুধু তাই নয় ট্রেন যাত্রার নাম শুনলেই কপারে ভাজপড়ে দুর্ভোগের। সিলেটের সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা বেহাল থাকার কারনে প্রতিনিয়ত সাধারণ যাত্রীগণকে দূর্ভোগের শিকার হতে হয়। ঢাকা সিলেট সড়ক, রেলপথ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় দিন দিন বিড়ম্বনা বেড়েই চলছে। ঢাকা সিলেট সড়ক পথে ৬লেনের কাজ ধীর গতিতে চলছে। প্রথমে জমি অধিগ্রহণ করা হয় পরে বাকী কাজ শুরু করা হয় শম্বুক গতিতে, বর্তমানে মহাসড়কের কিছু কিছু জায়গায় মাঠি ভরাটের কাজ চলমান রয়েছে। এই কারনে ৬ঘন্টার রাস্তায় ঢাকায় পৌঁছাতে ১১/১২ ঘন্টা লেগে যায়। সড়ক পথ ছাড়া রেলপথে মাত্র ৬টি ট্রেনের মধ্যে ৪টি ট্রেন ঢাকা সিলেট রুটে চলাচল করছে তাও সপ্তাহে রোটেশনে ১দিন বন্ধ থাকে। সিলেট চট্টগ্রাম রেলপথে মাত্র ২টি ট্রেন চলাচল করে। ট্রেনের টিকেট নিয়েও হয়রানির শেষ নেই। কাউন্টারে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৭/৮দিন আগে টিকেট বিক্রি হয়ে গেছে। কিন্ত কালোবাজারিদের হাতে অতিরিক্ত দামে টিকেট পাওয়া যায়। অনেক কালোবাজারি অনলাইনে টিকেট ক্রয় করে অনলাইনে বিক্রি করে দিচ্ছে। টিকেট সমস্যার পাশাপাশি রয়েছে চুরি, ছিনতাই ও হিজরাদের উৎপাত। সিলেট রেল স্টেশনের ম্যানেজার মোঃ নুরুল ইসলাম বলেন, ‘আমাদের সিলেটের ট্রেনের সংখ্যা খুবই কম, সেখানে ঢাকা চট্টগ্রামে রুটে প্রয়োজনীয় সংখ্যক ট্রেন চলাচল করছে। বিগত সময়ে সর্বশেষ সিলেট ঢাকা রুটে টাঙ্গুয়া এক্সপ্রেস নামে একটি ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সরকারের পট পরিবর্তনে সেটিও ভেস্তে যায়। সিলেট ঢাকা রুটে ট্রেন বৃদ্ধি করা খুবই জরুরি এবং সিলেট কক্সবাজার রুটে ট্রেন চালুরও দাবি জোরালো হচ্ছে।’ সড়ক ও রেলপথের চিত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করে যুক্তরাজ্য প্রবাসি মুজিবুর রহমান বলেন, ‘বিগত দিনে সিলেটের সাথে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থায় বিমাতাসূলভ আচরন করা হয়েছে। সিলেটের ক্ষেত্রে কোনো উন্নয়ন করা হয়নি।
সড়ক ও রেলপথের পাশাপাশি সিলেট টু ঢাকা আকাশ পথেও সমস্যা রয়েছে। বর্তমানে বিভিন্ন এয়ারলাইনস তাদের টিকেট উচ্চ মূল্যে বিক্রি করছে। এক সপ্তাহ আগে সিলেট থেকে কোনো এয়ারলাইনসের টিকেট ক্রয় করলে ৪৭০০থেকে শুরু করে ভ্রমনের একদিন আগে সেই টিকেটের দাম ১০ হাজার ২০০টাকা বা ১১হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। ফ্লাইটের নিয়মিত সিডিউল মেইনটেইন না করা ও অন্যান্য বিড়ম্বনা তো লেগেই রয়েছে। সিলেটের সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা নিয়ে কলেজ শিক্ষার্থী ইয়াসিন আহমদ বলেন, ঢাকায় একটি পরীক্ষা দিতে গিয়েছিলাম কিন্তু ১২/১৩ ঘন্টা সড়ক পথে ভ্রমন করে শরীর অসুস্থ হয়ে পড়ে। তাছাড়া বিমানে এত টাকা দিয়েও সম্ভব নয়। ট্রেনের টিকেটই তো পাওয়া যায় না।