শিপন আহমদ ওসমানীনগর থেকে :
দুর্নীতিমুক্ত, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে ওসমানীনগরের উমরপুর ইউনিয়নে বাস্তবায়িত হয়েছে পরিষদে আসা জন অগ্রাধিকারভুক্ত এলজিএসপির প্রকল্পগুলো। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান মো: গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে পরিষদের সদস্যদের সমহারে বণ্টনের মাধ্যমে জনবান্ধব ওই প্রকল্পগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের হওয়ায় হাওর বেষ্টিত ইউনিয়নের সর্বক্ষেত্রে লেগেছে উন্নয়নের ছোঁয়া। প্রযুক্তির সুষ্ঠুব্যবহার নিশ্চিত, সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্তদের পরিদর্শন পূর্বক কাজের মান নিশ্চিত করে চলতি অর্থ বছরে ইউনিয়নে আসা এলজিএসপির বরাদ্দ থেকে স্থানীয় বাসিন্দারের চাহিদার অগ্রাধিকার দিয়ে গুরুত্বপূর্ণ রাস্তার আরসিসি ঢালাই, কালভার্ট, ব্রিজ, ড্রেন, নলকূপ, শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরী স্থাপনসহ হয়েছে স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন। রবিবার পরিষদের সদস্যদের নিয়ে ওয়ার্ড এলাকায় বাস্তবায়িত প্রকল্পগুলো পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া। প্রকল্পগুলো সুষ্ঠু জনকল্যাণে বাস্তবায়িত হওয়ায় পরিদর্শনকালে চেয়ারম্যান কিবরিয়ার প্রতি সন্তোষ প্রকাশ করতে দেখা যায় ইউনিয়নের বাসিন্দাসহ সংশ্লিষ্টদের। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, খুজগীপুর মানউল্যা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন, প্রধান শিক্ষক রনধির মোহন দেব, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক উমরপুর ইউপি সচিব মারুতি নন্দন দাম, ইউপি সদস্য খালিক মিয়া, সৈয়দ মাসুদ আলী, আমিরুল ইসলাম শিকদার, সুহেল আহমদসহ এলাকার ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার বাসিন্দারা।