টাঙ্গুয়ার হাওরে বিষটোপে ৫শ’ হাঁসের মৃত্যু

2

তাহিরপুর প্রতিনিধি

টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারীদের দেওয়া বিষটোপে এক খামারির ৫ শতাধিক হাঁস মারা গেছে। সোমবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের রৌয়া বিলে এ ঘটনাটি ঘটেছে। ঘটনায় তাহিরপুর থানায় খামার মালিক সুজন মিয়া শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের আহম্মদ মিয়া সহ তিনজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, টাঙ্গুয়ার হাওরে শীত মৌসুমে অতিথি পাখি শিকারীরা তৎপর হয়ে উঠে। পাখি শিকার করার জন্য সংঘবদ্ধ চক্র হাওরে বিষ জাতীয় দ্রব্য ধান ক্ষেতে ছিটিয়ে রাখে। পরে অতিথি পাখিরা খাবারের সন্ধানে এলে বিষ মিশ্রিত ধান খেয়ে মারা যায়। পরে শিকারিরা মৃত পাখি জবাই করে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। ধারণা করা হচ্ছে, অসাধু শিকারীর বিষ মিশ্রিত ধান খেয়ে হাঁসগুলো মারা গেছে।
খামারির মালিক মন্দিয়াতা গ্রামের সুজন মিয়া জানান, একটি এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে তিনি হাঁসের খামার করেন। খামারে তার ১ হাজার হাস রয়েছে। তিনি এবং একজন কর্মচারী বিলের মধ্যে হাঁসগুলো লালন পালন করেন। প্রতিদিন সকালে হাঁসগুলো টাঙ্গুয়ার হাওরের অন্তভুক্ত রৌয়া বিলে খাবার খাওয়ার জন্য ছেড়ে দেন এবং বিকালে আবার নিয়ে আসেন। কিন্তু সোমবার সকালে মন্দিয়াতা গ্রামের পাখি শিকারী আহম্মদ মিয়া, নেহার মিয়া ও জনিক মিয়া হাওরের রৌয়া বিলে বিষ মিশ্রিত ধান ছিটিয়ে রাখে। দুপুরের দিকে বিষ মিশ্রিত ধান খেয়ে তার খামারের প্রায় ৫শ হাঁস মারা যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত আহম্মদ মিয়া পলাতক রয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।