এমএম ইলিয়াছ আলী, শান্তিগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পঞ্চগ্রাম কামরুপদলং মাদ্রাসার প্রতিষ্টাতা মুহতামি শায়েখ আকবরআলী (বড়হুজুর) আর নেই। গতকাল ভোর ২, ৩৫ টায় তার নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বাধ্যর্ক জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স ছিলো ৮৮ বছর। মৃত্যু কালে স্ত্রী ৩ ছেলে ২মেয়ে নাতি নতনি সহ অসংখ্য গুনাগ্রহী রেখে যান।
মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারি) ২:৩০ মিনিটে কামরূপদলং গ্রামের পশ্চিমের মাঠে হাজার হাজার আলেম-জনতার উপস্থিতিতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা রাজনৈতিক নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অসংখ্য ছাত্র, ভক্ত, গুণগ্রাহী ও ধর্মপ্রাণ সাধারণ মানুষ অংশ নেন। এরপর শায়খের প্রতিষ্ঠিত মাদরাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন হুজুরের বড় ছেলে মাদরাসার নবনির্বাচিত মুহতামিম মাও. আব্দুল হাই।
নামাজ অনুষ্ঠিত হওয়ার পূর্বে মরহুমের বর্ণাঢ্য জীবন নিয়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমীর মাওলানা এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, নেজামুল মাদারিস সুনামগঞ্জের সভাপতি মাওলনা আব্দুল বছির, সৈয়দপুর টাইটেল মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা সৈয়দ মসরুর আহমদ, জাউয়া টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোস্তফা কামাল, সুনামগঞ্জ আয়শা সিদ্দিকা (রা:)র মুহতামি মাওলানা আনোয়ার হোসাইন, শায়খুল হাদীস মাওলানা আব্দুল গফফার, শায়খুল হাদীস এমদাদ, সুনাগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যরিষ্টার আনোয়ার হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনসার উদ্দীন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জয়কস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাগলা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুনাজির আহমদ, পাগলা পশ্চিমপাড়া মাদ্রাসার মুহতামি মাওলানা আতিকুর রহমান, শায়খে গাজীনগরীর নাতী মাওলানা আব্দুল্লাহ, সমাজসেবী মনুসুর আলী, ছাহেবজাদা ও মুহতামিত মাওলানা আব্দুল হাই প্রমূখ।
উপস্থিত ছিলেন শায়খুল হাদীস শায়েখ মাওলানা নুরুল ইসলাম খান, জাউয়া দারুল হাদীস টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস ছোবহান, মাওলানা ইছহাক মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজ, সেক্রেটারী সুহেল তালুদার সুনামগঞ্জ-৩ আসনের জামাত মনোনিত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াছিন খান, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা এমদাদ, মাওলানা মুছা মোল্লাহ, মাওলানা বদরুল ইসলাম, ক্বারী সিরাজুল হক, মাওলানা আব্দুল খালিক, মাওলানা সামছুদ্দীন, উপজেলা জামাতের আমীর হাফিজ খালেদ আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ জেলা কাজী সমতির যুগ্ম সম্পাদক কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক মাওলানা ইলিয়াছ আলী, কাজী নুরুল হক, হাফিজ শায়খুল ইসলাম, মো. কবির আহমদ, মাওলানা খলিলুর রহামান, মহসিন হাবীব জেমস সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরাম।