সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির লি: এর বার্ষিক বনভোজন সম্পন্ন

0

 

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির লি: রেজি:নং ৯৫ বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে সিলেট মহানগর সংবাদপত্র সদস্যরা অংশগ্রহণ করেন।
গত মঙ্গলবার সকালে পৌর বিপনি মার্কেট থেকে বাস যোগে জাফলং এর উদ্দেশ্যে রওয়ানা দেন মহানগর সংবাদপত্র সদস্যরা। জাফলং এর প্রাঙ্গণে পৌঁছার পর বিকাল ৩টায় দুপুরের খাবারের পর অনুষ্টিত হয় খেলাধুলা অংশ নেয় মহানগর সংবাদপত্র সদস্য। এরপর অনুষ্টিত হয় র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী।
এতে উপস্থিত ছিলেন মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির লি: এর সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি হাসু মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সহ-সাধারণ সম্পাদক সেলিম খান, দপ্তর সম্পাদক হারুনুর রশীদ, সদস্য সুলেমান আহমদ, সাবেক সভাপতি আব্দুস সালাম, মো: সুরুজ মিয়া, হারুন আহমদ, খোকন মিয়া, লিটন আহমদ গাজী, রতন মিয়া, বিকাশ দাশ, সুকেশ বাবু, নরেন্দ্র, রুবেল আহমদ, ফারুক মিয়া, কাদির আহমদ, রায়হান আহমদ, মো: আলী, ইসমাইল হোসেন, মো: সাইদুল, মো: জালাল, সফিক আহমদ, মুমিন তফাদার, জসিম মিয়া, দুলাল মিয়া, আমান আহমদ, হানিফ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি