সন্তানদের স্বপ্ন পূরণে পিতামাতাকে এগিয়ে আসার আহবান জানালেন হুইপ মিসবাহ

26
সুনামগঞ্জে বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্লাস পার্টিতে বক্তব্য রাখছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্লাস পার্টি সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ পার্টি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ক্লাস পার্টি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এড. পীর ফজলুর রহমান মিসবাহ।
অভিভাবক নুরুল আলম সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হারুন অর রশিদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান, অধ্যক্ষ ড. জান্নাতুল ফেরদাউস প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তব্যে এমপি মিসবাহ বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে আরোহণ করতে পারে না। এই ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন করতে বর্তমান সরকার কাজ করছে। বিয়াম ল্যাবরেটরি স্কুলটি বর্তমানে ৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু আছে। আগামী বছর থেকেই ৯ম ও ১০ শ্রেণীর শিক্ষা কার্যক্রম চালুর ব্যবস্থা করা হবে। বিদ্যালয়ে নতুন আরেকটি ভবন নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, জেলার একমাত্র ইংরেজী মাধ্যম বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী বিদ্যালয়টি আরো সামনের দিকে এগিয়ে যাবে এবং বিদ্যালয়ের যে কোন সমস্যায় আমি সব সময় পাশে আছি পাশে থাকব।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে করে বলেন, আপনাদের সন্তানকে পড়া লেখা করার জন্য চাপ প্রয়োগ করবেন না, এমনকি আপনাদের স্বপ্ন তাদের ঘাড়ে দিবেন না তারা যে রকম ছোট বেলা থেকে স্বপ্ন দেখছে সেই স্বপ্নটি পূরণ করতে দিবেন এবং পড়া লেখার পাশাপাশি নিয়মিত তাদেরকে খেলাধূলারও সুযোগ দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।