বিশ্বনাথে অগ্নিকান্ডে চার পরিবারের ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

5

বিশ্বনাথ প্রতিনিধি

বিশ্বনাথে বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ৪টি পরিবারের বসতঘর পুড়ে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার (মাঝপাড়া) গ্রামে কৃষক ইলিয়াস আলীর বাড়িতে। জানা গেছে, রবিবার সকালে ইলিয়াস আলীর ভাতিজা সুমন মিয়ার একটি রুমের বৈদ্যুতিক সুইচ বোর্ডে হঠাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। মুহ‚র্তেই সেটি ছড়িয়ে পড়ে ইলিয়াস আলী, তার সৎমা করফুলা বেগম ও ভাই মৃত আপ্তাব আলীর ঘরেও। ওই পরিবারগুলোর হাক চিৎকার শোনে এগিয়ে আসেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের একদল কর্মী। তারা ঘন্টাখানেক যৌথ প্রচেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
তবে, তার আগেই ইলিয়াস আলীসহ তার ভাই-ভাতিজাদের আসবাবপত্র, কাপড়চোপড়. জরুরী কাগজপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়। ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় তাদের আধাপাকা ঘরগুলো। অগ্নিকান্ডে তাদের অন্ততঃ ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ কৃষক ইলিয়াস আলী।
উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরামুল ইসলাম জানান, অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার পর দ্রæত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একদল কর্মী।
এদিকে, ঘটনার পর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে শুকনো খাবার তুলে দেন। এর পাশাপাশি পরিবারগুলোকে আর্থিক সহায়তা করবেন বলেও আশ্বস্থ করেন তারা। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দারায়।