স্টাফ রিপোর্টার
নগরীর সুবিদবাজার বনকলাপাড়া ও বাদঘাট এলাকা থেকে ৯৬ বস্তা চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৃথক অভিযান চালিয়ে এ চিনিগুলো জব্দ করা হয়। এসময় কাভার্ড ভ্যানসহ ২ জনকে আটক করে পুলিশ। পৃথক অভিযানে জব্দকৃত চোরাই চিনির বাজার মূল্য ৩ লাখ ৯৭ হাজার ২শ’ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল পৌণে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুবিদবাজার বনকলাপাড়া ৬২/২ নম্বর বাসা সংলগ্ন ভাই ভাই খাদ্য ভান্ডার নামক দোকান হতে দোকানের কর্মচারী সজল আহমদ রিফাতকে (২১) আটক করা হয়। সে নগরীর শিবগঞ্জ লামাপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে। পরে তার হেফাজত হতে ৮৯ বস্তা ভারতীয় চিনি ও পরিবহন কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। আটক রিফাত ও অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, পুলিশের সিগনাল অমান্য করে পালানোর সময় ভারতীয় চোরাই চিনিসহ এক যুবককে আটক করেছে নগরীর জালালাবাদ থানা পুলিশ। আটককৃত যুবক মো. ইসমাইল (৩৫) কোম্পানীগঞ্জ উপজেলার শিলেরভাঙ্গা গ্রামের শাহ আলমের ছেলে। শুক্রবার বিকেলে মহানগর পুলিশের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সিলেট সদর উপজেলার বাদাঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট চলাকালে একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি সিগন্যাল দিলে সিগন্যাল অমান্য করে দ্রæত পলায়নের চেষ্টাকালে ইসমাইলকে আটক করা হয়। পরে গাড়ি তল্লাশী করে ৭ বস্তা ভারতীয় তৈরী চিনি উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৪২ হাজার টাকা। বিধি মোতাবেক অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।