১২টি উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, প্রচার-প্রচারণা শুরু

45
জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমারের হাত থেকে আনারস প্রতীক গ্রহণ করছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাজহারুল ইসলাম ডালিম।

স্টাফ রিপোর্টার :
উপজেলা নির্বাচনে সিলেটের ১২ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ও উপজেলা নির্বাচনী কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটানিং কর্মকর্তার দায়িত্বে থাকা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সন্দিপন সিংহ।
তিনি জানান, উপজেলাগুলোকে দুইভাগে বিভক্ত করে জেলা নির্বাচনী কার্যালয় থেকে বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ৮১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ এবং জেলা প্রশাসন সম্মেলন কক্ষ থেকে সিলেট সদর, কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ, বালাগঞ্জ, কানাইঘাট ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ১০৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে, প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। প্রচার-প্রচারণা পোস্টার, লিফলেট এবং ব্যানার নিজ নিজ ভোটার এলাকায় সাটাঁতেও দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রতীক নিতে ভিড় করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। অনেকেই প্রতীক হাতে পেয়ে উৎসাহ প্রকাশের পাশাপাশি প্রচারণায় নেমেছেন।
কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন একই পরিবারের তিনজন। তারা হলেন-বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল বাছিত, তার ছেলে দলের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা শামীম আহমদ, শামীম আহমদের স্ত্রী জরিনা বেগম। তারা তিনজনেই আনারস মার্কা চাওয়ায় লটারি করা হয়। লটারিতে শামীম আহমদ আনারস প্রতীক পান।
বালাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রতীক (নৌকা) হাতে পেয়েই জনতার উদ্দেশে প্রদর্শন করেন। তিনি নিজের বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, নৌকা জনগণের উন্নয়নের প্রতীক। নৌকাকে বিজয়ী করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।
সিলেটের ১২ উপজেলায় অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে ২০২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও গত বুধবার ৫ চেয়ারম্যান ও ৬ ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বাকিরা বাছাইয়ের পর আপিলেও বাদ পড়েন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেট জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার জানান, সিলেটে উৎসবমুখর পরিবেশে সকাল থেকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করছেন। আগামী ১৮ মার্চ নির্বাচন আয়োজনে আমরা সকল প্রস্তুতি নিয়েছি। ইতোমধ্যে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে,গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার সিলেট সদরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আওয়ামীলীগ সমর্তিত প্রার্থী আশফাক আহমদ পেয়েছেন নৌকা প্রতীক। জাতীয় পার্টির শাহ কামাল সিরাজী পেয়েছেন লাঙ্গল প্রতীক। ইসলামী ঐক্য জোটের আব্দুস সালাম পেয়েছেন মিনার। সতন্ত্রপ্রার্থী মাজহারুল ইসলাম ডালিম পেয়েছেন আনারস। নুরে আলম সিরাজী পেলেছেন মোটরসাইকেল এবং ভাইস চেয়ারম্যানরা হলেন আপ্তার হোসেন (তালা) প্রতীক, মকবুল হোসেন খান (টিউবয়েল), ইফতেখার হোসেন লিমন (বাইসাইকেল), নুর আহমদ কামাল (টিয়াপাখি), মুস্তাফিজুর রহমান (চশমা)। পারভেজ আহমদ (বই), সাইফুল ইসলাম (উড়োজাহাজ), জয়নাল আবেদিন জুয়েল (গ্যাস সিলিন্ডার) ও রাজু গোয়ালা (বৈদ্যুতিক বাল্ব)।