হবিগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-পুলিশ। মঙ্গলবার বিকেল, সন্ধ্যায় ও রাতে মধ্যনগর, চুনারুঘাট ও মাধবপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, মঙ্গলবার বিকেল ও রাতে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিহুর রহমান সোহেল জানান- গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চুনারুঘাট থানাধীন চন্দনা ধলাইপাড় এলাকা থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মো. কাজল (৪৫) নামের একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কাজল চন্দনা ধলাইপাড় এলাকার মৃত জহুর হোসেনের ছেলে। এদিকে শায়েস্তাগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার দল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মাধবপুর বাজার থেকে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার দিতপুর গ্রামের ইমরান শাহ’র ছেলে শাহিন (২২) ও ফেনী জেলার পশুরাম থানার মহেশপুরষ্করনী মো. হাছানের ছেলে ওমর ফারুক (২১)।
পরে পৃথক মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত ৩ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, সুনামগঞ্জের মধ্যনগর ৯২ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ী উপজেলার বংশীকুÐা উত্তর ইউনিয়নের গোলগাঁও গ্রামের রবি মিয়ার ছেলে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বংশীকুÐা উত্তর ইউনিয়নের ভোলাগঞ্জ সার্ব্বজনীন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। বুধবার গ্রেফতারকৃতকে আদালতে সোর্পদ করা হয়েছে।