জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের অভিযানে মঙ্গলবার বেলা ১১টায় পরিবেশ ধ্বংস করে টিলা কেটে উত্তোলন করা পাথর ও বালু জব্দ করা হয়েছে। জৈন্তাপুর উপজেলার আলুবাগান হেনরী লামিন ক্রাশিং জোনে অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। এ সময় জোনের শেষ প্রান্তে একটি ক্রাশার মিলে টিলা কেটে উত্তোলিত পাথরের স্তুপ দেখতে পান তিনি। পরে ক্রাশার মিলে আস্ত ও ক্রাশিং এর মাধ্যমে পাউডার করে রাখা ২ হাজার ঘনফুট পাথর তিনি জব্দ করেন।
আলুবাগান মোকামবাড়ী এলাকায় জৈন্তাপুর উপজেলার শেষ প্রান্তে খাসি নদী সংলগ্ন এলাকায় বারকি নৌকা দিয়ে নদীর কীনারায় বালু উত্তোলনের সময় পাঁচটি নৌকা ও ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, দীর্ঘদিন যাবত নিষেধাজ্ঞা অমান্য করে একটি চক্র টিলার কেটে পাথর উত্তোলন ও ক্রাশিং করে আসছিলো। আজ উক্ত ক্রাশার মিল কর্তৃপক্ষকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এ নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় সহ সকল পাথর জব্দ করা হয়েছে। সেই সাথে বালু উত্তোলনে ব্যবহাহৃত পাঁচটি নৌকা ও বালু জব্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি জানান প্রশাসনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।