সিলেট-ঢাকা মহাসড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত

2

স্টাফ রিপোর্টার

সিলেট-ঢাকা মহাসড়কে পৃথকভাবে দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার সকাল ৭ টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামের দিনারপুর কলেজের সামনে এবং দুপুর ১২টার দিকে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের খাশিকাপন সিলমানপুর এলাকায় পৃথকভাবে এসব সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩নং দেওয়ারগাছ ইউনিয়নের বাঘারু গ্রামের আব্দুল মান্নানের ছেলে জাকির হোসেন (২৫) ও রুহুল আমিন এবং আহত ব্যক্তি হলেন চুনারুঘাট উপজেলার একডালা গ্রামের মৃত আলী হোসেনের পুত্র আজগর আলী (৩৫)।
হাইওয়ে পুলিশ সূত্র থেকে জানা যায়, রবিবার সকাল ৭টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামের দিনারপুর কলেজের সামনে চুনারুঘাট হতে সিলেটগামী রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল আসামাত্র অজ্ঞাতনামা একটি গাড়ি চালক দ্রæত গতিতে চালিয়ে এসে মোটরসাইকেলটিকে পিছনে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক জাকির হোসেন নিহত ও আজগর আলী আহত হন। মোটরসাইকেল এর চালক মৃত জাকির হোসেন এর শরীরের কনস্টিপ দিয়ে প্যাঁচানো গাঁজা ও মোটর সাইকেলের সীটের ভিতরে ১০ কেজি ৩০০গ্রাম গাঁজা পাওয়া যায়। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলে গাঁজা থাকায় আজগর আলী (৩৫) কে শেরপুর হাইওয়ে থানার পুলিশ আটক করেছে।
অপর ঘটনাটির খবর পাওয়া গেছে সিলেট ঢাকা মহাসড়কের ওসমানী নগর এলাকায়। পুলিশ সূত্র থেকে জানা যায়, সিলেটের ওসমানীনগরে মহাসড়কের পাশে এক মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের খাশিকাপন সিলমানপুর এলাকার সিলেট-ঢাকা মহাসড়কের পাশে পরিত্যাক্ত অবস্থায় একটি মোটরসাইকেল ও পাশ থেকেই লাশটি উদ্ধার করা হয়। লাশের পাশে রুহুল আমিন নামের একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে। তবে, পুলিশের প্রাথমিক ধারণা সড়কে নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় প্রাণ হারাণ ওই ব্যক্তি। খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। পুলিশ লাশের পাশে থাকা (সিলেট মোট্রো-ল-১২-২১৫৪) একটি মোটরসাইকেল উদ্ধার করে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোনায়েম মিয়া দূর্ঘটনার বিষয়ে জানান, নিহত ব্যক্তির সাথে রহুল আমিন নামে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। নিহত ব্যক্তি রুহুল আমিন কিনা এ ব্যাপারে যাচাই বাচাই করা হচ্ছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মোটরসাইকেল আরোহী এবং কোনো অজ্ঞাতনামা গাড়ী মোটরসাইকেলটিকে হয়তো চাপা দিয়েছে।