ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডে ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের ঔষধ ও পরীক্ষা-নিরীক্ষাসহ সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন সম্পন্ন হয়েছে। শুক্রবার শিশুদের পুষ্টি ঘাটতি পূরণে এখন থেকে এসকল বাচ্চাদেরকে সেরেল্যাক দুধসহ বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট দেয়া শুরু হয়েছে। এই কার্যক্রমের উদ্বোধন করেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস কর্ণেল (অবঃ) ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী, ম্যানেজার (এডমিন) এন্ড ইনচার্জ আলী হায়দার মোঃ তানভীর, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ শামসুদ্দোহা চৌধুরী, এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহারুল ইসলাম মুমিন, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) বদরুল হক, পুষ্টিবিদ কাওসার আহমদ, ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট মোসাঃ মর্জিনা খাতুন ও সিনিয়র স্টাফ নার্স নাজিয়া নাসরিন।
উল্লেখ্য, স্মাইল ট্রেইন, সৈয়দ নুরুদ্দিন আহমদ ফাউন্ডেশন এবং ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর যৌথ সহযোগিতায় ও অর্থায়নে ২০১১ সাল থেকে এই ক্যাম্পটি পরিচালিত হয়ে এ পর্যন্ত ৬০০০ এর অধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন সম্পন্ন করা হয়েছে। এ সকল রোগীদেরকে যাতায়াত খরচ বাবদ ১, ০০০/- টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। আগামী ক্যাম্প ২৫ অক্টোবর ২০২৪ইং তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ। বিজ্ঞপ্তি