কাজির বাজার ডেস্ক
দৈনিক ৫০০ টাকা মজুরি, চা শ্রমিকদের ভ‚মি অধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি করেছেন সিলেটের চা শ্রমিকেরা। সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি করে সিলেটের মালনীছড়া চা বাগানের কয়েক’শ শ্রমিক।
এ সময় শ্রমিকেরা জানান, নিম্নতম মজুরি বোর্ড ও বাংলাদেশীয় চা সংসদ কর্তৃক ঘোষিত গেজেটে প্রকাশিত ৮.৫০ টাকা মজুরি বৃদ্ধি চা শ্রমিকদের স্বার্থ বিরোধী। এটিকে প্রত্যাখ্যান করেছেন শ্রমিকেরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বর্তমান মজুরি দিয়ে কোনোভাবেই জীবনধারণ করা সম্ভব হচ্ছে না। তাই দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি জানান তারা।
এ সময় তাঁরা আরও বলেন, চা শ্রমিকেরা দীর্ঘকাল ধরে বাংলাদেশে বাস করছে। তারা চা শিল্পের বিকাশে কাজ করছে। উৎপাদন বাড়িয়েছে। এরপরও এ দেশের ভ‚মিতে তাদের আইনগত অধিকার নেই। তাই ভ‚মিতে আইনগত অধিকার নিশ্চিত করারও দাবি জানান তারা।
শ্রমিকরা জানান, সিলেটের প্রায় ২২টি চা বাগানে কর্মবিরতি পালন করা হয়েছে। দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।