ফয়সল চৌধুরীর গণসংযোগ ॥ ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার সরকার থেকে জনগণ মুক্তি চায়

31

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, দেশের ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার সরকার থেকে জনগণ মুক্তি চায়। এজন্য জনগণ ধানের শীষ প্রতীককে মুক্তির প্রতীক হিসেবে বেছে নিয়েছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমে বিএনপি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবেই।
গতকাল সোমবার (২৪ ডিসেম্বর) বিয়ানীবাজার উপজেলার দুবাগ ও চারখাই ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক পৃথক গণসংযোগ এবং নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার সকাল সাড়ে দশটা থেকে শুরু করে দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ফয়সল আহমদ চৌধুরী দুবাগ ইউনিয়নের জিরো পয়েন্ট, খাড়াভরা বাজার, মইয়া খালি, চরিয়া, সুতারকান্দি, গজুকাটা আনন্দবাজার এবং দুবাগ বাজারে বিকাল চারটা পর্যন্ত ব্যাপকভাবে গণসংযোগ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি জিয়াউল বারী চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল, সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, পৌর বিএনপির সভাপতি আবু নাসের পিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হেসেন।
ইউনিয়নের সুতারকান্দিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল মান্নান। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য হারুনুর রশীদ।
বিকাল আড়াইটায় গজুকাটা আনন্দবাজারে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপি সভাপতি জলিল মিয়া। ইউপি যুবদলের সহ সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি বিএনপি সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, ইউপি পরিষদের মেম্বার আফতাব উদ্দিন, ইউপি যুবদলের সভাপতি জাকারিয়া আহমদ প্রমুখ।
গণসংযোগ এবং পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পগোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম হৃদয়, গোলাপগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন জিলু, সাবেক ছাত্রনেতা রাহাত চাকলাদার, ছাত্রনেতা জাকারিয়া শাহজাহান, আব্দুশ শহীদ, জেলা ছাত্রদলের সদস্য শাহরিয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি