সংবাদপত্র হকার্স শেড রক্ষার দাবিতে সমাবেশ

39

সিলেটে একমাত্র পত্রিকা, সাময়িকী ও বইয়ের বাজার ‘হকার্স শেড’ রক্ষার দাবি জানিয়েছেন মহানগর সংবাদপত্র হকার্স শেড এর ব্যবসায়ীরা। গতকাল বুধবার শেড-এর সামনে এক সমাবেশ করেন।
সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি শফিক আহমদের সভাপতিত্বে ও জসিম উদ্দীনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, আ: ছাত্তার, আব্দুল্লাহ, নুরু গাজী. হাসু মিয়া, বেলাল আহমদ, বাবুভাই, শাহ মিয়া প্রমুখ। সমাবেশে আশেপাশের শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় ব্যবসায়ীরা বলেন, পত্রিকা বিক্রির জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বড় বড়  শহরে রয়েছে হকার্স শেড। সিলেটেও সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের ও তৎকালীন জেলা প্রশাসকের সহযোগিতায় গড়ে উঠেছিল জিন্দাবাজারের সবুজ বিপণীর অপর প্রান্তে মহানগর হকার্স শেড। কিন্তু কিছু অসাধু চক্র ষড়যন্তমূলক ভাবে আমাদের কে বার বার উচ্ছেদ করার চেষ্টা করছে।
তারা শেড রক্ষার জন্য জনপ্রতিনিধি, সচেতন মহল ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আকুল আবেদন জানান।
উল্লেখ্য গত সোমবার এনডিসি‘র মোবাশ্বের হোসেন এসে আজ বৃহস্পতিবার ১২টা বাজার আগে সমস্ত মালামালসহ দোকান-পাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেন, অন্যথায় যাকে পাওয়া যাবে তাকেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে জানিয়ে দেন। বিজ্ঞপ্তি