সুনামগঞ্জে পানিতে ডুবে শিশু-মহিলাসহ ৪ জনের মৃত্যু

14

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশু ও ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে দুই মহিলাসহ পৃথকভাবে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যনগর এলাকা থেকে দুই শিশু ও জগন্নাথপুর এলাকা থেকে এক মহিলা এবং শুক্রবার অপর এক মহিলার লাশ পৃথকভাবে উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে মধ্যনগরে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও গ্রামে ডুবার পানিতে ডুবে দেড় বছর বয়সী তোয়ামনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে মধ্যনগর থানার গোলগাঁও গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। এদিকে, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর গ্রামে শনিবার বেলা ১১টার দিকে তাসপিয়া আক্তার (৭) নামে অপর এক শিশু বাড়ির সামনের ডুবার পানিতে ডুবে মৃত্যু হয়। সে সাতুর গ্রামের হবি রহমানের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ঘটনাস্থলে আমি ফোর্স পাঠিয়ে ছিলাম। দুই শিশু পৃথক স্থানে পানিতে ডুবে মারা যায়।
অপরদিকে শুক্রবার বিকেলের দিকে জগন্নাথপুর থেকে নিজ বাড়ি দিরাই উপজেলার কালধর গ্রামে আসার পথে ছোট ইঞ্জিনচালিত ডিঙ্গি নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ও ডুবুরি দল ঘটনাস্থলে এসে কালধর গ্রামের কাদির উল্লাহর স্ত্রী রহিমা বেগমের (৭৫) লাশ উদ্ধার করে। এছাড়া নৌকায় থাকা নূর মিয়ার ছেলে কালাম মিয়া (৪০), তার ছেলে হুমায়ুন মিয়া (১০), মেয়ে তানহা বেগম (৭) ও মৃত মোজাফফর মিয়া স্ত্রী আলেকজান বিবিকে (৬৫) আহতাবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় কালাম মিয়া স্ত্রী মলিকা বেগমকে (৪৫) শনিবার লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়। দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিজুল ইসলাম বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।