সিলেটে পুলিশের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে

6

 

কর্মবিরতি প্রত্যাহারের পর পুলিশের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে কিছু ফাঁড়ির কার্যক্রম এখনো চালু করা সম্ভব হয়নি। আগুনে পুড়ে যাওয়ায় কিছু যানবাহনও বিকল হয়ে পড়ে আছে। দ্রæততম সময়ে সব কিছু স্বাভাবিক অবস্থায় ফেরানোর তৎপরতা চলমান। সিলেট পুলিশ সুপারের মিডিয়াসেল থেকে শনিবার এ তথ্য জানা গেছে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার লামাবাজার, বন্দরবাজার ও সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিকভাবে চালু করতে আরো সময় লাগবে। পাশাপাশি পুড়ে যাওয়া নথিপত্র পুনরুদ্ধারে আদালতের সহায়তা নেওয়া হচ্ছে।
সিলেট জেলা পুলিশের মিডিয়াসেল থেকে জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত কার্যালয় ও ফাঁড়িসমূহ ইতিমধ্যে মেরামতের প্রক্রিয়া শুরু করা হয়েছে। খুব শীঘ্রই সিলেট পুলিশের সকল কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। বিজ্ঞপ্তি