ওসমানী বিমানবন্দরে আটক দুই যুবলীগ নেতা কারাগারে

5

বড়লেখা সংবাদদাতা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হওয়া দুই যুবলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে তাদের বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ তাদের কারাগারে পাঠায়।
আটক ব্যক্তিরা হলেন-সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগনা ও বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান-যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল ও বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ।
গত বৃহস্পতিবার বিকেলে সৌদি যেতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশের হাতে দুই যুবলীগ নেতা আটক হন। পরে রাতে ইমিগ্রেশন পুলিশ তাদের এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে এয়ারপোর্ট থানা পুলিশ ওইদিন রাতে তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বড়লেখা থানায় তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ও এক যুবলীগ নেতা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন। পরে ইমিগ্রেশন পুলিশ তাদের এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। রাতে এয়ারপোর্ট থানা পুলিশ তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে বড়লেখা থানায় মামলা রয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।