কাজির বাজার ডেস্ক
ছাত্র-জনতার গনঅভ্যুত্থান চলাকালে নিহত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেনের নামে চত্বর নির্মাণ করা হয়েছে। দিনাজপুর পাহাড়পুর রোডে নির্মাণ হওয়া চত্বরটির নামকরণ করা হয়েছে ‘শহীদ রুদ্র চত্বর’।
বিষয়টি নিশ্চিত করেছেন ‘আসুন ভালো কিছু করি দিনাজপুর’র প্রধান সংগঠক মুন্নী আরা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চত্বরটির একটি ছবি দিয়ে লিখেছেন, দিনাজপুর পাহাড়পুর রোড, “ইকবাল স্কুল মোড়”এর নাম পরিবর্তন করে “শহীদ রুদ্র চত্বর” (প্রক্রিয়াধীন)।
এর আগে ২৭ জুলাই শাবিপ্রবির প্রধান ফটকের নাম ‘শহিদ রুদ্র তোরণ’ করে বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা। গত ১৮ জুলাই সন্ধ্যায় আন্দোলনের সময় রুদ্র আহতাবস্থায় পুলিশের ধাওয়া খেয়ে সিলেট নগরীর সুরমা বাগবাড়ী এতিমখানা স্কুলের একটি খালে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যান। তিনি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।