মিজানুর রহমান মিজান
আজকাল করে গেল সময়
ভেবে দেখি অবেলা অসময়।।
ঝরে আঁখি দিন রজনী, রুপ দেখাইয়া রাখলে সজনী
নওতো তুমি কাঙ্গালিনী, পার পাবার সদা সংশয়।।
এলাম ভবে একা, মদন চোরা দিল ধোঁকা
লোভ দেখাইল সবই ফাঁকা, মনে এখন অসীম ভয়।।
যেজন ঠেকে খেয়াঘাটে, তুমিই উদ্ধার কর তাকে
ভিড়াই তরী কোনবা ঘাটে, নিরাশাতে ভীষন ভয়।।
চাই না কোন ধন, শুধু তোমার মন
কর যদি দিল রৌশন, ঘুছবে সকল সংশয়।।