ড. মোমেন, আনোয়ারুজ্জামান ও সাবেক পুলিশ কমিশনারসহ ৪৬৪ জনের বিরুদ্ধে মামলা

5

স্টাফ রিপোর্টার

নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সিলেটে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের মিছিলে হামলা চালানোর অভিযোগে সিলেটে আরেকটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নগরীর সেনপাড়া এলাকার মো. জুবেল আহমদ স্বপন নামে এক ব্যক্তি। তিনি ওই হামলায় আহত হন বলে এজাহারে দাবি করেছেন।
এজাহারে সাবেক পররাষ্ট্র মন্ত্র্রী ড. এ. কে. এম আব্দুল মোমেন, সিলেট সিটির সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. জাকির হোসেন খানসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে। আদালত এজাহার আমলে নিয়ে এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদিপক্ষের আইনজীবী বেলাল আহমদ ও ওই আদালতের বেঞ্চ সহকারী মো. মিজানুর রহমান।
মামলায় অন্যান্য আসামীরা হচ্ছেন- সিলেট মহানগর পুলিশের ডিবি’র উপকমিশনার তাহিয়াত আহমদ চৌধুরী, সিআরটি প্রধান শাহরিয়ার আল মামুন, উপ কমিশনার আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওছার দস্তগীর, এসআই পলাশ চন্দ্র দাস, এসআই মিল্টন রায় চৌধুরী, এসআই কল্লোল গোস্বামী, সিটি কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, জাহাঙ্গির আলম, এসএম শওকত আমিন তৌহিদ ও রুহেল আহমদ, সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার ও হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, যুবলীগ নেতা সাজলু লস্কর ও শামিম ইকবাল, নগরীর তেরতনের আব্দুল্লাহ আল মামুন ও গোয়াইনঘাট ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, শামিম ইকবাল, গোলাম রহমান রাজন, রহুল আমিন শিপলু, নাজমুল ইসলাম, সাদিকুর রহমান আজলা, শাহ আলম শাওন, এমসি কলেজ ছাত্রলীগ সভাপতি দিলোয়ার হোসেন রাহি ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী মিজান, কয়েছ আহমদ সেলিম, ২৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিব সাফাত, সুমন আহমদ, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক উসমান আহমদ ফটিক, যুবলীগ নেতা হিরক রঞ্জন দে পাপলু, জেলা ছাত্রলীগ নেতা লিলন আহমদ, ছাত্রলীগ সেক্রেটারী নাইম আহমদ, আলী আশরাফ খাঁন মাসুম, মনজুর, সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী, ফাহিম আহমদ, হামিদ, নিজাম উদ্দিন, অলিউর রহমান, খাদিমনগর ইউপি আ.লীগের সদস্য ফখরুল ইসলাম দুলু, আব্দুল আহাদ সুমন, রহিম, কয়ছর আহমদ, মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ফাইয়াজ খান সলিট, যুবলীগ নেতা রামদা আফজল, জসিম উদ্দিন, ইমন দত্ত, ইসমাইল মাহমুদ সুজন, সাব্বির উপরফে টুকাই সাব্বির, মহানগর যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল কাশেম, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফয়সাল আক্তার, ডেবিট কাদির, শাওন আহমদ।
মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, ছাত্র জনতার আন্দোলনের সমর্থনে ৪ আগস্ট বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন নগরীর বন্দরবাজার লালবাজারের সামনে মিছিল বের করেন। মিছিলটি সোবাহানীঘাট এলাকা অতিক্রম করার সময় আসামীরা হামলা চালিয়ে গুলি ছুঁড়ে ও বোমা বর্ষণ করলে তিনিসহ অনেকে গুলিবিদ্ধ হয়ে আহত হন।