সাবেক প্রতিমন্ত্রী শফিক, নাদেলসহ ৩৪৭ জনের বিরুদ্ধে মামলা

15

আম্বরখানা ও সাপ্লাইয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা

স্টাফ রিপোর্টার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে গত ৪ আগস্ট নগরীর আম্বরখানা ও সাপ্লাই এলাকায় ছাত্র-জনতার মিছিলে হামলা চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলাটি দায়ের করেন নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই (কলবাখানি) বøক-এ এর জালালী-৬১ নং বাসার বাসিন্দা খোরশেদ আলম।
মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীসহ ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অপর আসামিরা হলেন- ড. আহমদ আল কবির, জাসদ সিলেট জেলার সভাপতি লোকমান আহমদ, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, কামরান আহমদ, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিমাদ আহমদ রুবেল, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, তৌহিদ আহমদ, বড়বাজারের ইউনুছ আলী, কলবাখানীর জাকির আহমদ, ৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, বড়বাজারের সুলেমান আহমদ, মাছুম আহমদ মাছু, ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তানভির আহমদ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরহাদ আহমদ, আলী আশরাফ খাঁন, জেলা আওয়ামী লীগ নেতা আকিকুর রহমান চৌধুরী (শিপু), আওয়ামী লীগ নেতা এম.এ মুগনী খোকা, এসআই নজরুল, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীন আহমদ, যুবলীগ নেতা শাকিল আহমদ, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফারুক আহমদ মিছবাহ, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ শেফুল, ইমদাদ হোসেন ইমু, মহানগর আওয়ামী লীগ নেতা ইলিয়াছুর রহমান জুয়েল, এম. এ খান শাহীন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সামছুল ইসলাম, একরাম হোসেন, আলমাছ আহমদ (শুকুর), সাকিব আহমদ, ছাদিকুর রহমান শাকী, আলতাফ হোসেন, সেবুল আহমদ সাগর, রোহান খান, আশরাফ খান, গোলাম বাছিদ রিমন, মানিক মিয়া, মহানগর আওয়ামী লীগ নেতা জুমাদিন আহমদ, কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক, ইমরান, সাব্বির, মুশফিক জায়গীরদার, বিজিত চৌধুরী, আব্দুল হেকিম। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুল হান্নান।