স্টাফ রিপোর্টার
১৫ আগস্ট বৃহস্পতিবার দিনভর সিলেটের রাজপথ দখলে রেখেছে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সিলেট নগরীর কোর্ট পয়েন্টে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা ও আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুর ১২ টা থেকে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।
সিলেট জেলা ও মহানগর বিএনপির এই আয়োজনে দলের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত (বিকেল ৪টা ৪০ মিনিট) মঞ্চে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হন। এছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, পাড়া-মহল্লায় অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। এদিন নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্টান্স উইক কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই চৌহাট্টায় জমায়েত হন শিক্ষার্থীরা।